প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
নিয়ে গেল কত শীতের বস্ত্র।
চতুর্থী। বুড়ি মাগী তার শীত কি এতই?
কাঁথা হলে চলে, নিয়ে গেল লুই।
আছে সেটা শেষে চোরের ভাগ্যে —
এ যে বাড়াবাড়ি।
প্রথমা। সে কথা যাগ্ গে।
চতুর্থী। না না, তাই বলি হও-নাকো দাতা —
তা বলে খাবে কি বুদ্ধির মাথা?
যত রাজ্যের দুঃখী কাঙাল
যত উড়ে মেড়ো খোট্টা বাঙাল
কানা খোঁড়া নুলো যে আসে মরতে
বাচ-বিচার কি হবে না করতে?
তৃতীয়া। দেখ্-না ভাই, সে গোপালের মাকে
দু টাকা দিলেই খেয়ে প'রে থাকে,
পাঁচ টাকা তার মাসে বরাদ্দ —
এ যে মিছিমিছি টাকার শ্রাদ্ধ।
চতুর্থী। আসল কথা কি, ভালো নয় থাকা
মেয়েমান্ষের এতগুলো টাকা
তৃতীয়া। কত লোকে কত করে যে রটনা —
প্রথমা। সেগুলো তো সব মিথ্যে ঘটনা।
চতুর্থী। সত্যি মিথ্যে দেব্তা জানে —
রটেছে তো কথা পাঁচের কানে,
সেটা যে ভালো না।
প্রথমা। যা বলিস ভাই,
এমন মানুষ ভূভারতে নাই।
ছোটো-বড়ো-বোধ নাইকো মনে,
মিষ্টি কথাটি সবার সনে।
ক্ষীরো। টাকা যদি পাই বাক্স ভরে
আমার গলাও গলাবে তোরে।
‘ বাপু ' বললেই মিলবে স্বর্গ,
‘ বাছা ' বললেই বলবি ‘ ধর্ গো '।
মনে ঠিক জেনো আসল মিষ্টি —