কাহিনী

সেটা দিয়ে দিতে শক্তটা কী।

দানের গরবে যিনি গরবিনী

তিনি হন আমি, আমি হই তিনি,

দেখবে তখন তাঁহার চালটা —

আমারই বা কত উল্‌টো-পাল্‌টা।

দাসী আছি, জানি দাসীর যা রীতি —

রানী করো, পাব রানীর প্রকৃতি।

তাঁরও যদি হয় মোর অবস্থা

সুযশ হবে না এমন সস্তা।

তাঁর দয়াটুকু পাবে না অন্যে,

ব্যয় হবে সেটা নিজেরই জন্যে।

কথার মধ্যে মিষ্টি অংশ

অনেকখানিই হবেক ধ্বংস।

দিতে গেলে, কড়ি কভু না সরবে —

হাতের তেলোয় কামড়ে ধরবে।

ভিক্ষে করতে, ধরতে দু পায়

নিত্যি নতুন উঠবে উপায়।

লক্ষ্মী।      তথাস্তু, রানী করে দিনু তোকে —

দাসী ছিলি তুই ভুলে যাবে লোকে।

কিন্তু সদাই থেকো সাবধান,

আমার যেন না হয় অপমান।


দ্বিতীয় দৃশ্য

রানীবেশে ক্ষীরো ও তাহার পারিষদবর্গ

 

ক্ষীরো।      বিনি!

বিনি।            কেন মাসি।

ক্ষীরো।                     মাসি কী রে মেয়ে!

দেখি নি তো আমি বোকা তোর চেয়ে।

কাঙাল ভিখিরি কলু মালী চাষি

তারাই মাসিরে বলে শুধু মাসি।