মায়ার খেলা

চাঁদিনী যামিনী, মধু সমীরণ,

আধো ঘুমঘোর, আধো জাগরণ,

চোখোচোখি হতে ঘটালে প্রমাদ

কুহুস্বরে পিক গাহিয়া

দেখো দেখো সখী চাহিয়া।


পঞ্চম দৃশ্য
কানন

অমর।     দিবস রজনী, আমি যেন কার

আশায় আশায় থাকি।

তাই চমকিত মন, চকিত শ্রবণ,

তৃষিত আকুল আঁখি।

চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,

সদা মনে হয় যদি দেখা পাই,

‘ কে আসিছে'বলে চমকিয়ে চাই

কাননে ডাকিলে পাখি।

জাগরণে তারে না দেখিতে পাই,

থাকি স্বপনের আশে—

ঘুমের আড়ালে যদি ধরা দেয়,

বাঁধিব স্বপনপাশে।

এত ভালোবাসি, এত যারে চাই,

মনে হয় না তো সে যে কাছে নাই—

যেন এ বাসনা ব্যাকুল আবেগে

তাহারে আনিবে ডাকি।

 

প্রমদা, সখীগণ, অশোক ও কুমারের প্রবেশ

 

কুমার।     সখী, সাধ করে যাহা দেবে তাই লইব।

সখীগণ।   আহা মরি মরি সাধের ভিখারি,

তুমি মনে মনে চাহ প্রাণমন।

কুমার।     দাও যদি ফুল, শিরে তুলে রাখিব।