মায়ার খেলা
চতুর্থ দৃশ্য
কানন
অমর, কুমার ও অশোক

অমর।     মিছে ঘুরি এ জগতে কিসের পাকে,

মনের বাসনা যত মনেই থাকে।

বুঝিয়াছি এ নিখিলে, চাহিলে কিছু না মিলে,

এরা, চাহিলে আপন মন গোপনে রাখে।

এত লোক আছে, কেহ কাছে না ডাকে।

অশোক।     তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো!

কেন বুঝাতে পারি নে হৃদয়বেদনা।

কেমনে সে হেসে চলে যায়,

কোন্‌ প্রাণে ফিরেও না চায়,

এত সাধ এত প্রেম করে অপমান!

এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না—

প্রাণে গোপনে রহিল।

এ প্রেম কুসুম যদি হত,

প্রাণ হতে ছিঁড়ে লইতাম,

তার চরণে করিতাম দান,

বুঝি সে তুলে নিত না,

শুকাত অনাদরে,

তবু তার সংশয় হত অবসান।

কুমার।     সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি

পরের মন নিয়ে কী হবে!

আপন মন যদি বুঝিতে নারি

পরের মন বুঝে কে কবে!

অমর।     অবোধ মন লয়ে ফিরি ভবে,

বাসনা কাঁদে প্রাণে হা হা রবে—

এ মন দিতে চাও দিয়ে ফেলো

কেন গো নিতে চাও মন তবে।

স্বপন সম সব জানিয়ো মনে,