রাজা ও রানী

দিয়েছি ভাঙায়ে।

বিক্রমদেব।              এর চেয়ে সুখস্বপ্নে

মৃত্যু ছিল ভালো।

  দেবদত্ত।             ধিক্ লজ্জা, মহারাজ,

রাজ্যের মৃত্যুর চেয়ে তুচ্ছ স্বপ্নসুখ

বেশি হল?

বিক্রমদেব।         যোগাসনে লীন যোগিবর

তার কাছে কোথা আছে বিশ্বের প্রলয়?

স্বপ্ন এ সংসার। অর্ধশত বর্ষপরে

আজিকার সুখদুঃখ কার মনে রবে?

যাও যাও, দেবদত্ত, যেথা ইচ্ছা তব।

আপন সান্ত্বনা আছে আপনার কাছে।

দেখে আসি ঘৃণাভরে কোথা গেল রানী।

[ প্রস্থান

তৃতীয় দৃশ্য
মন্দির
পুরুষবেশে রানী সুমিত্রা। বাহিরে অনুচর

   সুমিত্রা।  জগৎ-জননী মাতা, দুর্বলহৃদয়

তনয়ারে করিয়ো মার্জনা। আজ সব

পূজা ব্যর্থ হল — শুধু সে সুন্দর মুখ

পড়ে মনে, সেই প্রেমপূর্ণ চক্ষু দুটি,

সেই শয্যা- ' পরে একা সুপ্ত মহারাজ।

হায় মা, নারীর প্রাণ এত কি কঠিন!

দক্ষযজ্ঞে তুই ঘরে গিয়েছিলি সতী,

প্রতিপদে আপন হৃদয়খানি তোর

আপন চরণ দুটি জড়ায়ে কাতরে

বলে নি কি ফিরে যেতে পতিগৃহ-পানে।

সেই কৈলাসের পথে আর ফিরিল না

ও রাঙা চরণ। মা গো, সে দিনের কথা