রাজা ও রানী

বকিস নে আর। একটুকু চুপ কর।

গান

আমি      নিশিদিন তোমায় ভালোবাসি

তুমি      অবসরমতো বাসিয়ো।

আমি      নিশিদিন হেথায় বসে আছি

তোমার      যখন মনে পড়ে আসিয়ো।

আমি      সারা নিশি তোমা লাগিয়া

রব        বিরহশয়নে জাগিয়া,

তুমি       নিমেষের তরে প্রভাতে

এসে      মুখপানে চেয়ে হাসিয়ো।

তুমি       চিরদিন মধুপবনে

চির-      বিকশিত বনভবনে

যেয়ো      মনোমত পথ ধরিয়া,

তুমি      নিজ সুখস্রোতে ভাসিয়ো।

যদি       তার মাঝে পড়ি আসিয়া

তবে      আমিও চলিব ভাসিয়া,

যদি       দূরে পড়ি তাহে ক্ষতি কী,

মোর      স্মৃতি মন হতে নাশিয়ো।


পঞ্চম দৃশ্য
কাশ্মীর। শিবির
বিক্রমদেব,জয়সেন ও যুধাজিৎ

  জয়সেন।  কোথায় সে পালাবে রাজন্‌! ধরে এনে

দিব তারে রাজপদে। বিবরদুয়ারে

অগ্নি দিলে বাহিরিয়া আসে ভুজঙ্গম

উত্তাপকাতর। সমস্ত কাশ্মীর ঘিরি

লাগাব আগুন — আপনি সে ধরা দিবে।

বিক্রমদেব।  এতদূর এনু পিছে পিছে— কত বন,

কত নদী, কত তুঙ্গ গিরিশৃঙ্গ ভাঙি!

আজ সে পালাবে হাত ছেড়ে? চাহি তারে,