রাজা ও রানী

চাহি তারে আমি। সে না হলে সুখ নাই,

নিদ্রা নাই মোর। শীঘ্র না পাইলে তারে,

সমস্ত কাশ্মীর আমি খণ্ড দীর্ণ করি

দেখিব কোথা সে আছে।

  যুধাজিৎ।                            ধরিবারে তারে

পুরস্কার করেছি ঘোষণা।

বিক্রমদেব।                           তারে পেলে

অন্য কার্যে দিতে পারি হাত। রাজ্য মোর

রয়েছে পড়িয়া ; শূন্যপ্রায় রাজকোষ ;

দুর্ভিক্ষ হয়েছে রাজা অরাজক দেশে—

ফিরিতে পারি নে তবু। একি দৃঢ়পাশে

আমারে করেছে বন্দী শত্রু পলাতক!

সচকিতে সদা মনে হয়, এই এল,

এই এল, ওই দেখা যায়, ওই বুঝি

উড়ে ধুলা, আর দেরি নাই, এইবার

বুঝি পাব তারে— ধাবমান ঘনশ্বাস

ত্রস্ত-আঁখি মৃগ-সম। শীঘ্র আনো তারে

জীবিত কি মৃত। ছিন্নভিন্ন হয়ে যাক`

মায়াপাশ। নতুবা যা কিছু আছে মোর

সব যাবে অধঃপাতে।

প্রহরীর প্রবেশ

    প্রহরী।                           রাজা চন্দ্রসেন,

মহিষী রেবতী, এসেছেন ভেটিবার

তরে।

বিক্রমদেব।         তোমরা সরিয়া যাও।

প্রহরীকে

                          নিয়ে এসো

তাঁহাদের প্রণাম জানায়ে।

[ অন্য সকলের প্রস্থান

                          কী বিপদ!

আসিছেন শাশুড়ী আমার। কী বলিব