রাজা ও রানী

   সুমিত্রা।                           তার চেয়ে

মৃত্যু ভালো।

কুমারসেন।              বলো বোন, বলো, ‘ তার চেয়ে

মৃত্যু ভালো। ' এই তো তোমার যোগ্য কথা।

তার চেয়ে মৃত্যু ভালো! ভালো করে ভেবে

দেখো— বেঁচে থাকা ভীরুতা কেবল। বলো,

এ কি সত্য নয়? থেকো না নীরব হয়ে,

বিষাদ-আনত নেত্রে চেয়ো না ভূতলে।

মুখ তোলো, স্পষ্ট করে বলো এক বার,

ঘৃণিত এ প্রাণ লয়ে লুকায়ে লুকায়ে

নিশিদিন মরে থাকো, এক দণ্ড এ কি

উচিত আমার?

   সুমিত্রা।                ভাই—

কুমারসেন।                         আমি রাজপুত্র—

ছারখার হয়ে যায় সোনার কাশ্মীর,

পথে পথে বনে বনে ফিরে গৃহহীন

প্রজা, কেঁদে মরে পতিপুত্রহীনা নারী,

তবু আমি কোনোমতে বাঁচিব গোপনে?

   সুমিত্রা।  তার চেয়ে মৃত্যু ভালো।

কুমারসেন।                      বলো, তাই বলো।

ভক্ত যারা অনুরক্ত মোর — প্রতিদিন

সঁপিছে আপন প্রাণ নির্যাতন সহি।

তবু আমি তাহাদের পশ্চাতে লুকায়ে

জীবন করিব ভোগ! এ কি বেঁচে থাকা!

   সুমিত্রা।  এর চেয়ে মৃত্যু ভালো।

কুমারসেন।                      বাঁচিলাম শুনে।

কোনোমতে রেখেছিনু তোমারি লাগিয়া

এ হীন জীবন, প্রত্যেক নিশ্বাসে মোর

নির্দোষের প্রাণবায়ু করিয়া শোষণ।—

আমার চরণ ছুঁয়ে করহ শপথ

যে কথা বলিব তাহা করিবে পালন

যতই কঠিন হোক।