ফিরেছি মায়ার পিছে পিছে।
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা - কাঁটা প্রাণে–
এ তো
ফুল নয়, ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার–
এ তো
কূল নয়, কূল নয়॥
স্বরলিপি
প্রমদার সখীগণের প্রবেশ
দূর হইতে
সখীগণ।
অলি বার বার ফিরে যায়,
অলি বার বার ফিরে আসে–
তবে তো ফুল বিকাশে।
প্রথমা।
কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে, মরে ত্রাসে।
ভুলি মান অপমান
দাও মন প্রাণ,
নিশি দিন রহো পাশে।
দ্বিতীয়া।
ওগো
আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন - আশে।
সকলে।
ফিরে এসো ফিরে এসো, বন মোদিত ফুলবাসে।
আজি
বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে॥
স্বরলিপি
অমর।
ওই কে আমায় ফিরে ডাকে।
ফিরে যে এসেছে তারে কে মনে রাখে।
মায়াকুমারীগণ।
বিদায় করেছ যারে
নয়নজলে
এখন ফিরাবে তারে
কিসের ছলে
গো।
আজি মধু সমীরণে
নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে
বকুলতলে?
এখন ফিরাবে তারে
কিসের ছলে
গো।
অমর।
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা।