প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার | 
						
							 | 
						
							 | 
					
চিত্রাঙ্গদা।   ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন–
                
এ খেলা খেলাবে, হে ভগবন্,  আর কতখন।
           
এ খেলা খেলাবে আর কতখন।
                
শেষ যাহা হবেই হবে, তারে
                    
সহজে হতে দাও শেষ।
             
সুন্দর যাক রেখে স্বপ্নের রেশ।
 
                   জীর্ণ
কোরো না, কোরো না, যা ছিল নূতন॥ স্বরলিপি
     মদন।   না না
না সখী,  ভয় নেই সখী, ভয় নেই–
                    
ফুল যবে সাঙ্গ করে খেলা
                          
ফল ধরে সেই।
                    
হর্ষ-অচেতন বর্ষ
                         
রেখে যাক মন্ত্রস্পর্শ
                             
নবতর ছন্দপতন॥ স্বরলিপি