প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার | 
						
							 | 
						
							 | 
					
 
সখী।  জীবনে পরম লগন কোরো না হেলা,
                       
কোরো না হেলা হে গরবিনী।
             
বৃথাই কাটিবে বেলা,  সাঙ্গ হবে যে খেলা–
             
সুধার হাটে ফুরাবে বিকিকিনি
            
           হে
গরবিনী।
             
মনের মানুষ লুকিয়ে আসে,  দাঁড়ায় পাশে,  হায়–
             
হেসে চলে যায় জোয়ারজলে ভাসিয়ে ভেলা।
             
দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি
                        
হে গরবিনী।
             
ফাগুন যখন যাবে গো নিয়ে ফুলের ডালা,
             
কী দিয়ে তখন গাঁথিবে তোমার বরণমালা
                        
হে বিরহিণী।