কোথায় আছ
তুমি    কোথায় মা গো!
      কেমনে ভুলে
তুই    আছিস হাঁ গো!
    উঠিলে নব
শশী      
ছাদের ’পরে বসি
      আর কি
রূপকথা     বলিবি না গো!
   
হৃদয়বেদনায়             
শূন্য বিছানায়
      বুঝি মা,
আঁখিজলে     রজনী জাগো!
    কুসুম তুলি
লয়ে          
প্রভাতে শিবালয়ে
      প্রবাসী
তনয়ার     কুশল মাগো।
 
      হেথাও ওঠে
চাঁদ    ছাদের পারে,
      প্রবেশ মাগে
আলো     ঘরের দ্বারে।
    আমারে খুঁজিতে
সে        
ফিরিছে দেশে দেশে,
      যেন সে
ভালোবেসে     চাহে আমারে।
 
      নিমেষতরে
তাই     আপনা ভুলি
      ব্যাকুল ছুটে
যাই      দুয়ার খুলি।
   অমনি চারি
ধারে        
নয়ন উঁকি মারে,
      শাসন ছুটে
আসে      ঝটিকা তুলি।
 
  দেবে না ভালোবাসা,      দেবে না আলো।
      সদাই মনে
হয়         
আঁধার ছায়াময়
  দিঘির সেই জল    শীতল কালো,
      তাহারি কোলে
গিয়ে     মরণ ভালো।
 
    ডাক্ লো ডাক্
তোরা,   বল্ লো বল্—
      ‘বেলা যে পড়ে
এল,  জলকে চল্।’
    কবে পড়িবে
বেলা,    ফুরাবে সব খেলা,
      নিবাবে সব
জ্বালা     শীতল জল,
      জানিস যদি
কেহ     আমায় বল্।