২২

আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী

আছি আমি বিশ্বকেন্দ্রস্থলে। ‘ আছি আমি '

এ কথা স্মরিলে মনে মহান্‌ বিস্ময়

আকুল করিয়া দেয়, স্তব্ধ এ হৃদয়

প্রকাণ্ড রহস্যভারে। ‘ আছি আর আছে '

অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছে

শুধাইব অর্থ এর! তত্ত্ববিদ্‌ তাই

কহিতেছে, ‘ এ নিখিলে আর কিছু নাই,

শুধু এক আছে। ' করে তারা একাকার

অস্তিত্বরহস্যরাশি করি অস্বীকার।

একমাত্র তুমি জান এ ভবসংসারে

যে আদি গোপন তত্ত্ব, আমি কবি তারে

চিরকাল সবিনয়ে স্বীকার করিয়া

অপার বিস্ময়ে চিত্ত রাখিব ভরিয়া।