২৩

          শূন্য ছিল মন,  

নানা - কোলাহলে - ঢাকা

নানা - আনাগোনা - আঁকা

          দিনের মতন।

নানা - জনতায় - ফাঁকা

          কর্মে - অচেতন

          শূন্য ছিল মন।

 

জানি না কখন এল নূপুরবিহীন

        নিঃশব্দ গোধূলি।

    দেখি নাই স্বর্ণরেখা

    কী লিখিল শেষ লেখা

        দিনান্তের তুলি।

     আমি যে ছিলাম একা

        তাও ছিনু ভুলি।

        আইল গোধূলি।

 

হেনকালে আকাশের বিস্ময়ের মতো

        কোন্‌ স্বর্গ হতে

    চাঁদখানি লয়ে হেসে

    শুক্লসন্ধ্যা এল ভেসে

          আঁধারের স্রোতে।

    বুঝি সে আপনি মেশে

          আপন আলোতে

          এল কোথা হতে।

 

অকস্মাৎ বিকশিত পুষ্পের পুলকে

          তুলিলাম আঁখি।

    আর কেহ কোথা নাই,

    সে শুধু আমারি ঠাঁই

          এসেছে একাকী।