প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
যেন ঝড়ের তরী,
চউরঙ্গীর মাঠখানা ওই
যাচ্ছে সরি সরি।
মনুমেণ্টে লেগেছে দোল,
উল্টিয়ে বা ফেলে —
খ্যাপা হাতির শুঁড়ের মতো
ডাইনে বাঁয়ে হেলে।
ইস্কুলেতে ছেলেরা সব
করতেছে হৈ হৈ,
অঙ্কের বই নৃত্য করে
ব্যাকরণের বই।
মেঝের'পরে গড়িয়ে বেড়ায়
ইংরেজি বইখানা,
ম্যাপগুলো সব পাখির মতো
ঝাপট মারে ডানা।
ঘণ্টাখানা দুলে দুলে
ঢঙ্ ঢঙা ঢঙ্ বাজে —
দিন চ ' লে যায়, কিছুতে সে
থামতে পারে না যে।
রান্নাঘরে কেঁদে বলে
রান্নাঘরের ঝি,
‘ লাউ কুম্ড়ো দৌড়ে বেড়ায়,
আমি করব কী! '
হাজার হাজার মানুষ চেঁচায়
‘ আরে, থামো থামো —
কোথা যেতে কোথায় যাবে,
কেমন এ পাগ্লামো! '
‘ আরে আরে, চলল কোথায় '
হাব্ড়ার ব্রিজ বলে,
‘ এইটুকু আর নড়লে আমি