প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
পড়ব খ ' সে জলে। '
বড়োবাজার মেছোবাজার
চিনেবাজার থেকে —
‘ স্থির হয়ে রও ' ‘ স্থির হয়ে রও '
বলে সবাই হেঁকে।
আমি ভাবছি যাক-না কেন,
ভাব্না কিছুই নাই —
কোল্কাতা নয় দিল্লি যাবে
কিম্বা সে বোম্বাই।
হঠাৎ কিসের আওয়াজ হ ' ল,
তন্দ্রা ভেঙে যায় —
তাকিয়ে দেখি কোল্কাতা সেই
আছে কোল্কাতায়।