চলন্ত কলিকাতা

ইঁটের টোপর মাথায় পরা

           শহর কলিকাতা

অটল হয়ে ব ' সে আছে,

           ইঁটের আসন পাতা।

ফাল্গুনে বয় বসন্তবায়,

           না দেয় তারে নাড়া।

বৈশাখেতে ঝড়ের দিনে

           ভিত রহে তার খাড়া।

শীতের হাওয়ায় থামগুলোতে

           একটু না দেয় কাঁপন।

শীত বসন্তে সমান ভাবে

           করে ঋতুযাপন।

 

           অনেক দিনের কথা হ ' ল

                     স্বপ্নে দেখেছিনু

           হঠাৎ যেন চেঁচিয়ে উঠে

                     বললে আমায় বিনু

           ‘ চেয়ে দেখো ', ছুটে দেখি

                     চৌকিখানা ছেড়ে —

           কোল্‌কাতাটা চ ' লে বেড়ায়

                     ইঁটের শরীর নেড়ে।

           উঁচু ছাদে নিচু ছাদে

                     পাঁচিল-দেওয়া ছাদে

           আকাশ যেন সওয়ার হ ' য়ে

                     চড়েছে তার কাঁধে।

           রাস্তা গলি যাচ্ছে চলি

                     অজগরের দল,

           ট্র্যাম-গাড়ি তার পিঠে চেপে

                     করছে টলোমল।

           দোকান বাজার ওঠে নামে