সন্ধ্যাসংগীত

কেন সখা গান গাও তবে?

   কেন, সখা, কেন?

‘জানি না, জানি না!’

 

                              বিজন তরুর শাখে                    একাকি পাখিটি ডাকে,

শুধাইতে গেনু তার কাছে,

                              ‘ পাখি তুই এ আঁধারে                    গান শুনাইবি কারে?

এ কাননে কে বা তোর আছে!

যখনি ফুরাবে তোর প্রাণ,

যখনি থামিবে তোর গান,

বন ছিল যেমন নীরবে,

তেমনি নীরব পুন হবে।

                              যেমনি থামিবে গীত,                    অমনি সে সচকিত

প্রতিধ্বনি আকাশে মিলাবে,

তোর গান তোরি সাথে যাবে!

আকাশে ঢালিয়া দিয়া প্রাণ,

তবে, পাখি, কেন গাস গান?

কেন, পাখি, কেন?

সেও বলে, ‘ জানি না, জানি না!’


কেন গান শুনাই

                    এসো সখি, এসো মোর কাছে,

                    কথা এক শুধাবার আছে!

          চেয়ে তব মুখপানে ব’সে এই ঠাঁই —

          প্রতিদিন যত গান তোমারে শুনাই,

          বুঝিতে কি পার সখি কেন যে তা গাই?

          শুধু কি তা পশে কানে? কথাগুলি তার

          কোথা হতে উঠিতেছে ভাবো একবার?

                   বুঝ না কি হৃদয়ের

                             কোন্‌খানে শেল ফুটে