সন্ধ্যাসংগীত

                              প্রাণ তুই খুলে দিলি                    ভালোবাসা বিলাইলি

কেহ তাহা তুলে না লইল,

ভূমিতলে পড়িয়া রহিল ;

ভালোবাসা কেন দিলি তবে

কেহ যদি কুড়ায়ে না লবে?

   কেন সখা কেন?

‘ জানি না, জানি না!’

 

                              বিজনে বনের মাঝে                    ফুল এক আছে ফুটে

শুধাইতে গেনু তার কাছে,

                              ‘ ফুল, তুই এ আঁধারে                    পরিমল দিস কারে,

এ কাননে কে বা তোর আছে!

যখন পড়িবি তুই ঝরে,

                              শুকাইয়া দলগুলি                    ধূলিতে হইবে ধূলি,

মনে কি করিবে কেহ তোরে!

                              তবে কেন পরিমল                    ঢেলে দিস অবিরল

ছোটো মনখানি ভ’রে ভ’রে?

কেন, ফুল, কেন?

সেও বলে, ‘ জানি না। জানি না!’

 

সখা, তুমি গান গাও কেন?

কেহ যদি শুনিতে না চায়?

                              ওই দেখো পথমাঝে                    যে যাহার নিজ কাজে

আপনার মনে চলে যায়।

কেহ যদি শুনিতে না চায়

কেন তবে, কেন গাও গান,

আকাশে ঢালিয়া দাও প্রাণ?

গান তব ফুরাইবে যবে,

রাগিণী কারো কি মনে রবে?

                              বাতাসেতে স্বরধার                    খেলিয়াছে অনিবার,

বাতাসে সমাধি তার হবে।

কাহারো মনেও নাহি রবে,