সন্ধ্যাসংগীত

বিজনেতে রয়েছি বসিয়া

কবে তুমি আসিবে হেথায়!’

সন্ধ্যা হলে মোর মুখ চেয়ে

তারাগুলি এই গান গায়!

আয় সন্ধ্যা ধীরে ধীরে আয়,

জগতের নয়ন ঢেকে দে —

আঁধার আঁচল পেতে দিয়ে

কোলেতে মাথাটি রেখে দে!


কেন গান গাই

                             গুরুভার মন লয়ে                       কত বা বেড়াবি বয়ে?

এমন কি কেহ তোর নাই,

                             যাহার হৃদয়- ’পরে                      মিলিবে মুহূর্ত তরে

হৃদয়টি রাখিবার ঠাঁই?

‘কেহ না, কেহ না!’

 

সংসারে যে দিকে ফিরে চাই

এমন কি কেহ তোর নাই —

                             তোর দিন শেষ হলে,                     স্মৃতিখানি লয়ে কোলে,

শোয়াইয়া বিষাদের কোমল শয়নে,

                             বিমল শিশির-মাখা                      প্রেম-ফুলে দিয়ে ঢাকা

চেয়ে রবে আনত নয়নে?

হৃদয়েতে রেখে দিবে তুলে,

প্রতিদিন ঢেকে দিবে ফুলে,

                              মনোমাঝে প্রবেশিয়ে                     বিন্দু বিন্দু অশ্রু দিয়ে

বৃন্ত-ছিন্ন প্রেম-ফুলগুলি

রাখিবেক জিয়াইয়া তুলি?

এমন কি কেহ তোর নাই?

‘কেহ না, কেহ না!’