প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
নিজের হলেই হল খাওয়া,
আমাদের দেখেন না চেয়ে।
খর্তাল বাজিয়ে তিনি৭শুধু
মন্দিরে বেড়ান গেয়ে গেয়ে।
কী করিব বল্ দেখি বাছা৭,
কিছুই তো ভেবে নাহি পাই।
ঘরে না বসেন এক রতি,
চলে যান অরণ্যে সদাই। '
তুকা বলে, ‘ ধৈর্য ধরো মনে৭
এখনো৮ সকল ফুরায় নাই। '
৮
বরেঁ ঝালেঁ গেলেঁ।
আজী অবঘেঁ মিলালেঁ॥
আতাঁ খাঈন পোটভরী।
ওল্যা কোরড্যা ভাকরি॥
কিতী তরী তোণ্ড।
যাঁশীঁ বাজবুঁ মী রাণ্ড॥
তুকা বাইলে মানবলা।
ছিথু করূনিয়াঁ বোলা॥
‘ গেছে সে আপদ গেছে, ঘরেতে থাকিবে তবু রুটি।
যা হোক তা হোক ক'রে পেট ভ'রে খেতে পাব দুটি ।
বোকে বোকে দিনু এলে, জ্বালাতন হনু হাড়ে মাসে। '
তুকা বলে, ‘ যদিও সে দিবানিশি কত কটু ভাষে ,
তুকারে তুকার স্ত্রী৯ মনে মনে তবু ভালোবাসে। '
৯
ন করবে ধন্দা।