প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
আইতা তোণ্ডীঁ পড়ে লোন্দা॥
উঠি তেঁ তেঁ কুটিতেঁ টাল।
অবঘা মাণ্ডিলা কোলাহল॥
জিবন্তচি মেলে।
লাজা বাটুনিয়াঁ প্যালে॥
সঁবসারাকড়ে।
ন পাহাতী ওস পড়ে॥
তলমলতী যাঞ্চ্যা রাণ্ডা।
ঘালিতী জীবা নাঁবেঁ ধোণ্ডা॥
তুকা হ্মণে বরেঁ ঝালেঁ।
ঘে গে বাইলে লিহিলেঁ॥
‘ ঘরে আর আসে না সে — কোনো পরিশ্রম নাহি ক'রে
নিজে নাকি খেতে পায় রোজ রোজ সুখে পেট ভরে!
না উঠিতে শয্যা হতে মিলি দলবলগুলা - সাথে
করতাল বাজাইতে আরম্ভ করেন অতি প্রাতে।
খেয়েছে লজ্জার মাথা, জ্যান্তে তারা মড়ার মতন —
ঘরে আছে ছেলেপিলে, তাদের তো না করে যতন।
স্ত্রী তাদের পড়ে আছে — হতভাগী লজ্জা১০ - দুঃখ - ভরে
অভিশাপ দিতে দিতে মাথায় পাথর ভেঙে মরে। '
‘ ভাগ্যে যাহা আছে তাহা' — তুকা বলে, ‘ থাক সহ্য ক'রে। '
১০
কোণ ঘরা যেতেঁ আমুচ্যা কাশালা।
কায় জ্যাচা ত্যালা নাহীঁ ধন্দা॥
দেবাসাঠীঁ ঝালেঁ ব্রহ্মাণ্ড সোইরেঁ।
কোঁবল্যা উত্তরেঁ কায় বেঁচে॥
মানেঁ পাচারিতাঁ নব্হে আরাণুক।
ঐসেঁ যেতী লোক প্রীতীসাঠীঁ॥
তুকা হ্মণে রাণ্ডে নাবড়ে ভূষণ।