রূপান্তর

কঁতেলেঁসেঁ শ্বান লাগে পাঠীঁ॥

 

  ‘ হেথা কেন আসে লোকগুলা,

তাদের কি কাজ নাই১১ হাতে?'

তুকা কহে, ‘ ঈশ্বরের তরে

ব্রহ্মাণ্ড১২ মিলেছে মোর সাথে।

১৩ভালোমুখে দু - চারিটা কথা

না জানি তাহে কী ক্ষতি আছে!১৩

কোথাও যায় না যারা কভু

ভালোবেসে আসে মোর কাছে।

এও সে বাসে না ভালো — হায়,

ভাগ্য কিবা আছে এর বাড়া!

সকল লোকের পাছে পাছে

কুকুরের মতো করে তাড়া। '

 

             ১১

 

আহ্মী   জাতোঁ আপুল্যা গাঁবা।

আমুচা রামরাম ঘ্যাবা॥

তুমচী আমচী হে চি ভেটী।

যেথুনিয়াঁ জন্মতুটী॥

আতাঁ অসোঁ দ্যাবী দয়া।

তুমচ্যা লগতসেঁ পায়াঁ॥

যে তাঁ নিজধামীঁ কোণী।

বিঠ্‌ঠল বিঠ্‌ঠল বোলা বাণী।

রামকৃষ্ণ মুখীঁ বোলা।

তুকা জাতো   বৈকুণ্ঠালা॥

 

দেও গো বিদায় এবে যাই নিজধামে —

এতকাল আছিলাম তোমাদের গ্রামে।