রূপান্তর

আর কী কহিব বলো, মনে রেখো মোরে —

আর না ভ্রমিতে হবে সংসারের ঘোরে।

বলো সবে রাম কৃষ্ণ বিঠ্‌ঠলের নাম

বৈকুণ্ঠে পৃথিবী ছাড়ি যায় তুকারাম।

 

              ১২

 

ঘরিঞ্চি দারিঞ্চি সুখী তুহ্মি নান্দা।

বডিলাঁসি সাঙ্গা দণ্ডবত॥

মধাচিয়ে গোড়ী মাশী ঘালি উড়ি!

গেলি প্রাপ্তঘড়ী পুন্‌হা নয়ে॥

গঙ্গেচা তো ওঘ সাগরাসী গেলা।

নাহিঁ মাগেঁ আলা পরতোনী॥

ঐসিয়া শব্দাচা বরা হেত ধরা।

উপকার করা তুকয়াবরী॥

 

বাহিরে ও ঘরে মোর আছ যারা যারা

এই আশীর্বাদ — সুখে থাকো গো তোমরা।

গুরু পূজ্যলোক মোর রয়েছেন যত

প্রণতি তাঁদের মোর জানাইবে শত।

মধু - অন্বেষণ - তরে অলি যায় উড়ে —

বস্ত্র ছিন্ন হ'লে পরে আর কি সে জুড়ে?

নদী যবে একবার সাগরেতে মিশে

তার সেই স্রোত আর ফিরাইবে কিসে?

এই - সব কথাগুলি মনে জেনো সার —

এই - যে চলিল তুকা ফিরিবে না আর।

 

              ১৩

 

পতাকাজ্ঞা ভার মৃদঙ্গাচা ঘোষ।

জাতী হরিদাস পংঢরীসী॥

লোকাঞ্চী পংঢরী আহে ভূমীবরী।