স্ফুলিঙ্গ
৪৩

মহিষী

তোমার দুটি হাতের সেবা

জানি না মোরে পাঠাল কেবা

যখন হল বেলার অবসান—

দিবস যখন আলোকহারা

তখন এসে সন্ধ্যাতারা

দিয়েছে তারে পরশ - সম্মান।

বিক্রমজিৎ

৪৪

কল্যাণীয়াসু

পাঠালে এ যে আমসত্ত্ব

জানি গো জানি তার তত্ত্ব

শুধু কি তাতে আমেরি রস রহে?

যতন করি কোমল হাতে

মিশায়ে দিলে তাহারি সাথে

   সে সুধারস দৃশ্য যাহা নহে।

রসনা যবে বাহির হয়ে রস চয়নে রতা

অন্তরেতে প্রবেশ করে নিবিড় মধুরতা।


৪৫

কল্যাণভাজন

  নন্দিনী ও অজিত,

তোমরা দুজনে একমনা

  করিবে রচনা

তোমাদের নূতন সংসার।

সেথা নিত্য মুক্ত রবে দ্বার

  বিশ্বের আতিথ্য নিবেদনে

তোমাদের অকৃপণ মনে।