স্ফুলিঙ্গ

  পুণ্য দীপ রবে জ্বালা ;

দেবতার নৈবেদ্যের ডালা

পূজার কুসুমে পূর্ণ হবে ;

   চতুর্দিকে বাজিবে নীরবে

     গম্ভীর মধুর

পরিপূর্ণ আনন্দের সুর,

   বাজিবে কল্যাণ শঙ্খধ্বনি

দিবসরজনী॥

  আশীর্বাদক

   রবীন্দ্রনাথ ঠাকুর

     দাদামশায়


৪৬

কল্যাণীয় জয়ন্ত

তোমার নামের সাথে

জড়িত জয়ের আশীর্বাদ

তোমার জীবন মাঝে

পাও জয়লক্ষ্মীর প্রসাদ।


৪৭

যে মিলনে সংসারের সুখদুঃখ সহস্র ধারায়

আনন্দসমুদ্র মাঝে দ্বন্দ্ব ভুলে আপনা হারায়,

সে মিলন পূর্ণ হোক তোমাদের যুগল জীবনে

লহো এই আশীর্বাদ তব শুভদৃষ্টির লগনে।


৪৮

বাঙাল যখন আসে

মোর গৃহদ্বারে,

নূতন লেখার দাবি