ভগ্নহৃদয়
ললিতা নলিনী-আছে নাহয় রূপেতে হারে—
ভালোবাসি— ভালোবাসি— তবু আমি ললিতারে!
বিনোদের কাছে পুনর্বার ফিরিয়া আসিয়া
নলিনী। কেন হেন আহা মলিন আনন,
আঁখি নত মাটি-পানে!
তোমারে, বিনোদ, পাই নি দেখিতে
দাঁড়াইয়া এইখানে!
শিথিল হইয়া পড়েছে ঝুলিয়া
ফুলের বলোয় মোর,
দাও-না গো, সখা, দাও না তুলিয়া,
বাঁধ গো আঁটিয়া ডোর!
নলিনীর গান
এসো মন, এসো, তোমাতে আমাতে
মিটাই বিবাদ যত!
আপনার হয়ে কেন মোরা দোঁহে
রহি গো পরের মত?
আমি যাই এক দিকে, মন মোর!
তুমি যাও আর দিকে—
যার কাছ হতে ফিরাই নয়ন
তুমি চাও তার দিকে!
তার চেয়ে এস দুজনে মিলিয়ে
হাত ধরে যাই এক পথ দিয়ে,
আমারে ছাড়িয়ে অন্য কোনোখানে
যেয়ো না কখনো আর!
পারি না কি মোরা দুজনে থাকিতে,
দোঁহে হেসে খেলে কাল কাটাইতে?
তবে কেন তুই না শুনে বারণ
যাস্ রে পরের দ্বার?
তুমি আমি মোরা থাকিতে দুজন,
বল্ দেখি, হৃদি, কিবা প্রয়োজন
অন্য সহচরে আর?