রাজা ও রানী

ফিরে মুখে মুখে? একি এ দুর্দিন আজি!

তবু তুমি তেজস্বিনী সতী, এরা সব

পথের কাঙাল।

বিক্রমদেব।                     ত্রিবেদী কোথায় গেল?

মন্ত্রী, ডেকে আনো তারে। শোনা হয় নাই

তার সব কথা, ছিনু অন্যমনে।

     মন্ত্রী।                           যাই

ডেকে আনি তারে।

[ প্রস্থান

বিক্রমদেব।                      এখনো সময় আছে,

এখনো ফিরাতে পারি পাইলে সন্ধান।

আবার সন্ধান? এমনি কি চিরদিন

কাটিবে জীবন? সে দিবে না ধরা, আমি

ফিরিব পশ্চাতে? প্রেমের শৃঙ্খল হাতে

রাজ্য রাজকর্ম ফেলে শুধু রমণীর

পলাতক হৃদয়ের সন্ধানে ফিরিব?

পলাও, পলাও নারী, চির দিনরাত

করো পলায়ন গৃহহীন, প্রেমহীন

বিশ্রামবিহীন, অনাবৃত পৃথ্বীমাঝে

কেবল পশ্চাতে লয়ে আপনার ছায়া।

 

ত্রিবেদীর প্রবেশ

চলে যাও, দূর হও, কে ডাকে তোমারে?

বার বার তার কথা কে চাহে শুনিতে —

প্রগল্‌ভ ব্রাহ্মণ, মূর্খ!

  ত্রিবেদী।                         হে মধুসূদন!

[ প্রস্থানোদ্যম

বিক্রমদেব।  শোনো, শোনো, দুটো কথা শুধাবার আছে।

চোখে অশ্রু ছিল?

  ত্রিবেদী।                      চিন্তা নেই বাপু! অশ্রু

দেখি নাই।

বিক্রমদেব।          মিথ্যা করে বলো। অতি ক্ষুদ্র