নাট্যগীতি
৮৮
                মলিন মুখে ফুটুক হাসি,   জুড়াক দু নয়ন।
                মলিন বসন ছাড়ো সখী,  পরো আভরণ।
                অশ্রু-ধোওয়া কাজল-রেখা   আবার চোখে দিক-না দেখা,
                শিথিল বেণী তুলুক বেঁধে   কুসুমবন্ধন॥