জগত জুড়ে উদার সুরে(পূজা) |
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ(পূজা) | জগতে তুমি রাজা, অসীম প্রতাপ(পূজা) | জগতের পুরোহিত তুমি(আনুষ্ঠানিক সংগীত) | জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই(পূজা) | জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা(স্বদেশ) | জননী, তোমার করুণ চরণখানি(পূজা) | জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে(স্বদেশ) | জয় করে তবু ভয় কেন তোর যায় না(প্রেম) | জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়(নাট্যগীতি) | জয় জয় তাসবংশ-অবতংস(নাট্যগীতি|তাসের দেশ) | জয় জয় পরমা নিষ্কৃতি হে(পূজা) | জয় তব বিচিত্র আনন্দ, হে কবি(পূজা) | জয় তব হোক জয়(আনুষ্ঠানিক সংগীত) | জয় ভৈরব, জয় শঙ্কর(পূজা) | জয়যাত্রায় যাও গো(প্রেম) | জয় রাজরাজেশ্বর! জয় অরূপসুন্দর(পূজা ও প্রার্থনা) | জয় হোক, জয় হোক নব অরুণোদয়(পূজা) | জয়তি জয় জয় রাজন্(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | জরজর প্রাণে, নাথ(পূজা) | জল এনে দে রে বাছা(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | জল দাও আমায় জল দাও(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | জলে-ডোবা চিকন শ্যামল(প্রেম ও প্রকৃতি) | জাগ’ আলসশয়নবিলগ্ন(বিচিত্র|তপতী) | জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত(পূজা) | জাগরণে যায় বিভাবরী(প্রেম|শাপমোচন) | জাগিতে হবে রে(পূজা) | জাগে নাথ জোছনারাতে(পূজা) | জাগে নি এখনো জাগে নি(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | জাগো নির্মল নেত্রে(পূজা) | জাগো হে রুদ্র, জাগো(পূজা|তপতী) | জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে(পূজা) | জানি গো, দিন যাবে এ দিন যাবে(পূজা) | জানি জানি এসেছ এ পথে মনের ভুলে(প্রেম ও প্রকৃতি) | জানি জানি কোন্ আদি কাল হতে(পূজা) | জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে(প্রেম) | জানি, জানি হল যাবার আয়োজন(প্রেম) | জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের(পূজা) | জানি তুমি ফিরে আসিবে আবার, জানি(প্রেম) | জানি তোমার অজানা নাহি গো(প্রেম) | জানি নাই গো সাধন তোমার(পূজা) | জানি হে যবে প্রভাত হবে(পূজা) | জীবন আমার চলছে যেমন(বিচিত্র) | জীবনমরণের সীমানা ছাড়ায়ে(পূজা) | জীবন যখন ছিল ফুলের মতো(পূজা) | জীবন যখন শুকায়ে যায়(পূজা) | জীবনে আজ কি প্রথম এল বসন্ত(প্রেম|মায়ার খেলা) | জীবনে আমার যত আনন্দ(পূজা) | জীবনে এ কি প্রথম বসন্ত এল(প্রেম ও প্রকৃতি) | জীবনে পরম লগন কোরো না হেলা(প্রেম|শ্যামা) | জীবনে যত পূজা হল না সারা(পূজা) | জীবনের কিছু হল না হায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে(প্রেম|শ্যামা) | জোনাকি, কী সুখে ওই ডানা দুটি মেলেছ (ও জোনাকি, কী সুখে)(বিচিত্র) | জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ(নাট্যগীতি) | জ্বলে নি আলো অন্ধকারে (আমার জ্বলে নি আলো)(প্রেম) |