যখন এসেছিলে অন্ধকারে(প্রেম|শাপমোচন) |
যখন তুমি বাঁধছিলে তার(পূজা) | যখন তোমায় আঘাত করি(পূজা|অরূপরতন) | যখন দেখা দাও নি, রাধা(নাট্যগীতি) | যখন পড়বে না মোর পায়ের চিহ্ন(বিচিত্র) | যখন ভাঙল মিলন-মেলা(প্রেম) | যখন মল্লিকাবনে প্রথম ধরেছে (আমার মল্লিকাবনে)(প্রকৃতি) | যখন সারা নিশি ছিলেম শুয়ে (সারা নিশি ছিলেম শুয়ে)(প্রকৃতি) | যতখন তুমি আমায় বসিয়ে রাখ(পূজা) | যতবার আলো জ্বালাতে চাই(পূজা) | যদি আমায় তুমি বাঁচাও(পূজা) | যদি আসে তবে কেন যেতে চায়(প্রেম) | যদি এ আমার হৃদয়দুয়ার(পূজা) | যদি কেহ নাহি চায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম(প্রেম) | যদি জোটে রোজ(নাট্যগীতি) | যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর(পূজা) | যদি তারে নাই চিনি গো(প্রকৃতি) | যদি তোমার দেখা না পাই(পূজা) | যদি তোর ডাক শুনে কেউ না আসে(স্বদেশ) | যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না(স্বদেশ) | যদি প্রেম দিলে না প্রাণে(পূজা) | যদি বারণ কর তবে গাহিব না(প্রেম) | যদি ভরিয়া লইবে কুম্ভ(প্রেম ও প্রকৃতি) | যদি মিলে দেখা তবে তারি সাথে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা) | যদি হল যাবার ক্ষণ(প্রেম) | যদি হায় জীবন পূরণ নাই হল মম(প্রেম) | যবে রিমিকি ঝিমিকি ঝরে (রিমিকি ঝিমিকি ঝরে)(প্রেম ও প্রকৃতি) | যমের দুয়োর খোলা পেয়ে (এবার যমের দুয়োর খোলা পেয়ে)(বিচিত্র|তপতী) | যা ছিল কালো-ধলো(প্রেম|অরূপরতন) | যা পেয়েছি প্রথম দিনে(পূজা) | যা হবার তা হবে(পূজা) | যা হারিয়ে যায় তা আগলে ব’সে(পূজা) | যাই যাই, ছেড়ে দাও(প্রেম ও প্রকৃতি) | যাও যাও যদি যাও তবে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা) | যাও রে অনন্তধামে(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | যাওয়া-আসারই এই কি খেলা(পূজা ও প্রার্থনা) | যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক(প্রেম) | যাত্রাবেলায় রুদ্র রবে(পূজা) | যাত্রী আমি ওরে(পূজা ও প্রার্থনা) | যাদের চাহিয়া তোমারে ভুলেছি(পূজা) | যাব, যাব, যাব তবে (যেতে যদি হয় হবে)(পূজা) | যাবই আমি যাবই ওগো(বিচিত্র|তাসের দেশ) | যাবার বেলা শেষ কথাটি যাও বলে(প্রেম) | যামিনী না যেতে জাগালে (কেন যামিনী না যেতে)(প্রেম) | যায় দিন, শ্রাবণদিন যায়(প্রকৃতি) | যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে(প্রেম) | যায় যদি যাক সাগরতীরে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | যার অদৃষ্টে যেমনি জুটেছে (ওগো তোমরা সবাই ভালো)(বিচিত্র) | যারা কথা দিয়ে তোমার কথা বলে(পূজা) | যারা কাছে আছে তারা কাছে থাক্(পূজা) | যারা বিহান-বেলায় গান এনেছিল(প্রেম ও প্রকৃতি) | যারে নিজে তুমি ভাসিয়েছিলে(পূজা) | যারে মরণ-দশায় ধরে(নাট্যগীতি) | যাহা পাও তাই লও(বিচিত্র) | যিনি সকল কাজের কাজী(পূজা) | যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে(প্রেম) | যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে(বিচিত্র) | যে আমারে দিয়েছে ডাক(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | যে আমারে পাঠালো এই(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | যে আমি ওই ভেসে চলে(বিচিত্র) | যে কাঁদনে হিয়া কাঁদিছে(বিচিত্র) | যে কেবল পালিয়ে বেড়ায়(বিচিত্র) | যে-কেহ মোরে দিয়েছ সুখ(পূজা) | যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ(প্রেম) | যে ছিল আমার স্বপনচারিণী(প্রেম) | যে তরণীখানি ভাসালে দুজনে আজি(আনুষ্ঠানিক) | যে তোমায় ছাড়ে ছাড়ুক(স্বদেশ) | যে তোরে পাগল বলে(স্বদেশ) | যে থাকে থাক-না দ্বারে(পূজা) | যে দিন ফুটল কমল(পূজা) | যে দিন সকল মুকুল(প্রেম) | যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি(পূজা) | যে পথ দিয়ে গেল রে তোর (পথিক পরান, চল্, চল্ সে পথে তুই)(প্রেম) | যে ফুল ঝরে সেই তো ঝরে(প্রেম) | যে ভালোবাসুক সে ভালোবাসুক(নাট্যগীতি) | যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে(পূজা) | যেখানে রূপের প্রভা নয়ন-লোভা(নাট্যগীতি) | যেতে দাও যেতে দাও গেল যারা(প্রকৃতি) | যেতে যদি হয় হবে (যাব, যাব, যাব তবে)(পূজা) | যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি(পূজা|অরূপরতন) | যেতে যেতে চায় না যেতে(পূজা) | যেতে হবে, আর দেরি নাই (ওরে, যেতে হবে, আর দেরি নাই)(বিচিত্র) | যেথায় তোমার লুট হতেছে ভুবনে(পূজা) | যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন(পূজা) | যেন কোন্ ভুলের ঘোরে(প্রেম ও প্রকৃতি) | যেয়ো না, যেয়ো না ফিরে(প্রেম|মায়ার খেলা) | যোগী হে, কে তুমি হৃদি-আসনে(নাট্যগীতি) | যৌবনসরসীনীরে মিলনশতদল(প্রেম) |