যথাস্থান
কোন্ হাটে তুই বিকোতে চাস
ওরে আমার
গান,
কোন্খানে তোর স্থান?
পন্ডিতেরা থাকেন যেথায়
বিদ্যেরত্ন - পাড়ায়—
নস্য উড়ে আকাশ জুড়ে
কাহার সাধ্য দাঁড়ায়,
চলছে সেথায় সূক্ষ্ম তর্ক
সদাই দিবারাত্র
‘ পাত্রাধার কি তৈল কিম্বা
তৈলাধার কি পাত্র'।
পুঁথিপত্র মেলাই আছে
মোহধ্বান্তনাশন,
তারি মধ্যে একটি প্রান্তে
পেতে চাস কি আসন?
গান তা শুনি গুঞ্জরিয়া
গুঞ্জরিয়া কহে—
নহে নহে নহে।
কোন্ হাটে তুই বিকোতে চাস
ওরে আমার
গান,
কোন্ দিকে তোর টান?
পাষাণ - গাঁথা প্রাসাদ -' পরে
আছেন ভাগ্যবন্ত,
মেহাগিনির মঞ্চ জুড়ি
পঞ্চ হাজার গ্রন্থ—
সোনার জলে দাগ পড়ে না,
খোলে না কেউ পাতা,
অ - স্বাদিতমধু যেমন
যূথী অনাঘ্রাতা।