প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
R said to them, “You shall do as you like to-morrow.”
৪। দুই প্রকারে অনুবাদ করো–
তিনি বলিলেন, “আমি পড়িতেছি।” তিনি আমাকে বলিলেন যে কাল তিনি আমার বই ফেরত দিবেন। শিক্ষকমহাশয় বলিলেন, “আমি ছুটি দিব না।” যদু আমাকে বলিয়াছিল যে, সে বহু পূর্বে চিঠিখানা লিখিয়াছে। রাম শ্যামকে বলিল,”তুমি কাল আসিবে ভাবিয়াছিলাম।” রাম শ্যামকে হঠাৎ কাল বলিল যে সে এখান হইতে অন্যত্র চলিয়া যাইতেছে। তিনি সত্যর কথা বলিতেছিলেন, যে, তার ক্ষুধা পেয়েছে। তিনি বলিলেন, “সত্যের ক্ষুধা পেয়েছে।” তিনি বলিলেন, “আমি এই ছবিগুলির জন্য অনেক পয়সা খরচ করিয়াছি।” গোপাল বলিল, “আজ চারিটার সময় বড়ো হলে একটা সভা হবে।” রাম বলিল, “আমি তাহাকে দেখিতে যাইতেছি।” তিনি বলিলেন, “আমি যত শীঘ্র পারি যাইব।” শিক্ষক ছাত্রকে বলিলেন, “আমি তোমাকে উপরের ক্লাশে তুলিয়া দিতে পারি না, যদি তুমি পরীক্ষা না দাও।”
৫। Conversation – যে-কোনো একটা বাক্য লইয়া, কে বলিল, কাকে বলিল, কি বলিল, কখন বলিল ইত্যাদি প্রশ্ন করিয়া উত্তর করাইতে হইবে।
D. R says, “How did you sleep last night?”
Ind. R asks how you slept last night.
D. I said to him, “What can I do to help you?”
Ind. I asked him what I could do to help him.
D. He said to me, “Have I not kept my promise?”
Ind. He asked me if he had not kept his promise.
D. He said to the man, “Would you be so kind as to let him hear you sing.”
Ind. He asked the man if he would be so kind as to let him hear him sing.
D. The teacher said to the boy, “Have you seen donkeys like these?”
Ind. The teacher asked the boy whether he had seen donkeys like those.
D. He said to me, “May I go now?”
Ind. He asked me if he might go then.
১। উল্লিখিত উদাহরণের বাক্যগুলি প্রশ্নবাচক– interrogative, পূর্বপাঠের বাক্যগুলি indicative। এই দুই প্রকারের বাক্যের মধ্যে পার্থক্য বুঝাইতে হইবে। interrogative sentence-কে indirect করিতে কি কি পরিবর্তন করা হইয়াছে তাহা লক্ষ্য করিতে হইবে।
(১) said to স্থানে asked or enquired দিতে হইবে, অর্থানুযায়ী।
(২) quotation -এর ভিতরের interrogative sentence -কে indicative-করা হইয়াছে।
(৩) ভিতরের sentence যেখানে how, what, where, when, why দিয়া আরম্ভ হয় নাই সেখানে