ভগ্নহৃদয়
বিজয়।     কি পাইব পুরস্কার?
নলিনী।     পুরস্কার?— মরি লাজে!
একটি কুসুম যদি ঠাঁই পায়
     আমার অলকমাঝে—
একটি কুসুম নুয়ে পড়ে যদি
     এ মোর কপোল-’পরে,
একটি পাপড়ি ছিঁড়ে পড়ে পায়ে
     শুধু মুহূর্তের তরে,
ভুলে যদি রাখি একটি কুসুম
     রচিতে এ কণ্ঠহার—
তার চেয়ে বলো আছে ভাগ্যে তব
     আর কিবা পুরস্কার!
বিজয়ের ফুল তুলিয়া দেওন ও তাহা
চরণে দলিয়া
নলিনী।      এই তব পুরস্কার!
অনুগ্রহ করি এ চরণ দিয়া
ফুলগুলি তব দিলাম দলিয়া,
এই তব পুরস্কার!
বিজয়।     আহা! আমি যদি হতেম, সজনি,
    একটি কুসুম ওর—
ওই পদতলে দলিত হইয়া
     ত্যজিতাম দেহ মোর!
গাছের দিকে চাহিয়া নলিনীর
মৃদুস্বরে গান
খেলা কর্‌— খেলা কর্‌—
তোরা   কামিনী-কুসুমগুলি!
দেখ্‌, সমীরণ লতাকুঞ্জে গিয়া
কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এ ধার— ফিরায়ে ও ধার
দুইটি কপোল চুমে বার বার
    মুখানি উঠায়ে তুলি!