ভগ্নহৃদয়
     বুঝে না সে ভালোবাসা,
পড়িতে পারে না প্রাণের লিখন
    দুখের সুখের ভাষা!
ভালো, সখি, ভালো, নাইবা বুঝিল
    তাহাতে কি যায় আসে?
চপলা কি শুধু হাসিতেই জানে,
     কাঁদিতে কি জানে না সে?
মুরলা আমার, তোরে আমি এত
    ভালোবাসি প্রাণ ভ’রে—
তবু একদিন তোর তরে, সখি,
কাঁদিতে দিবি নে মোরে?
মুরলা।     চপলাটি মোর, হাসিরাশি মোর,
    আমার প্রাণের সখি!
নিজের হৃদয় নিজেই বুঝি না,
    অপরে তা বুঝাব কি?
যাহাদের সুখে আমি সুখে রই
    সকলেই সুখী তারা—
তবে কেন আমি একেলা বসিয়া
    ফেলি এ নয়নধারা?
সকলেই যদি সুখে থাকে, সখি,
    আমি থাকিব না কেন?
প্রমোদ তেয়াগি বিজনে আসিয়া
    কেন বা কাঁদিব হেন?
নিজের মনেরে বুঝানু কতই,
    কিছুই না পেনু সাড়া—
মুরলার কথা শুধাস্‌ নে আর,
    মুরলা জগত-ছাড়া!
চপলা।     এত দিনে দেখি কবির অধরে
    হরষকিরণ জ্বলে—
যেন আঁখি তার ডুবিয়া গিয়াছে
    সুখের স্বপনতলে!
জোছনা উদিলে কুসুমকাননে