সকরুণ বেণু বাজায়ে কে যায়(প্রেম) |
সকলকলুষতামসহর, জয় হোক(পূজা) | সকল গর্ব দূর করি দিব(পূজা) | সকল জনম ভ’রে ও মোর দরদিয়া(পূজা) | সকল ভয়ের ভয় যে তারে(পূজা|প্রায়শ্চিত্ত) | সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে(প্রেম|মায়ার খেলা) | সকলই ফুরাইল। যামিনী পোহাইল(প্রেম ও প্রকৃতি) | সকলই ফুরালো স্বপনপ্রায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | সকলই ভুলেছে ভোলা মন(নাট্যগীতি) | | সকাতরে ওই কাঁদিছে সকলে(পূজা ও প্রার্থনা) | সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী(প্রেম) | সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে(বিচিত্র) | সকাল-সাঁজে ধায় যে ওরা(পূজা) | সখা, আপন মন নিয়ে (আপন মন নিয়ে)(প্রেম|মায়ার খেলা) | | | সখা, সাধিতে সাধাতে কত সুখ(নাট্যগীতি) | সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়(প্রেম ও প্রকৃতি) | সখি রে, পিরীত বুঝবে কে(ভানুসিংহের পদাবলী) | সখি লো, সখি লো, নিকরুণ মাধব(ভানুসিংহের পদাবলী) | সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না(প্রেম|শাপমোচন) | সখী, আমারি দুয়ারে কেন আসিল(প্রেম) | সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন(নাট্যগীতি) | সখী, ওই বুঝি বাঁশি বাজে (ওই বুঝি বাঁশি বাজে)(প্রেম|শাপমোচন) | সখী, তোরা দেখে যা এবার(প্রেম) | সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে(প্রেম) | সখী, বলো দেখি লো (বল্ দেখি সখী লো - বলো দেখি সখী লো)(প্রেম) | সখী, বহে গেল বেলা(প্রেম|মায়ার খেলা) | সখী, ভাবনা কাহারে বলে(নাট্যগীতি) | সখী, সাধ করে যাহা দেবে(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | সখী, সে গেল কোথায়(প্রেম|মায়ার খেলা) | সঘন গহন রাত্রি(প্রকৃতি) | সঘন ঘন ছাইল (গহন ঘন ছাইল)(প্রকৃতি|কালমৃগয়া) | সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান (সন্ত্রাসের বিহ্বলতা)(স্বদেশ|চিত্রাঙ্গদা) | সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে(পূজা) | সংসার যবে মন কেড়ে লয়(পূজা) | সংসারে কোনো ভয় নাহি নাহি(পূজা) | সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে(পূজা) | সংসারেতে চারি ধার(পূজা ও প্রার্থনা) | সজনি গো, শাঙনগগনে ঘোর ঘনঘটা (শাঙনগগনে ঘোর ঘনঘটা)(প্রকৃতি) | সজনি সজনি রাধিকা লো(ভানুসিংহের পদাবলী) | সতিমির রজনী, সচকিত সজনী(ভানুসিংহের পদাবলী) | সত্য মঙ্গল প্রেমময় তুমি(পূজা) | সদা থাকো আনন্দে(পূজা) | সন্ত্রাসের বিহ্বলতা (সঙ্কোচের বিহ্বলতা)(স্বদেশ|চিত্রাঙ্গদা) | সন্ধ্যা হল গো– ও মা(পূজা) | সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত(প্রেম ও প্রকৃতি) | সন্ন্যাসী যে জাগিল ওই(বিচিত্র) | সফল করো হে প্রভু আজি সভা(পূজা) | সব কাজে হাত লাগাই মোরা(বিচিত্র) | সব কিছু কেন নিল না(প্রেম|শ্যামা) | সব দিবি কে সব দিবি পায়(প্রকৃতি) | সবাই যারে সব দিতেছে(পূজা|ফাল্গুনী) | সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে(পূজা) | সবার সাথে চলতেছিল(প্রেম) | সবারে করি আহ্বান(আনুষ্ঠানিক) | সবে আনন্দ করো(পূজা) | সবে মিলি গাও রে(পূজা ও প্রার্থনা) | সভায় তোমার থাকি সবার শাসনে(পূজা) | সময় আমার নাই যে (নাই নাই নাই যে বাকি)(প্রেম) | সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে(প্রেম) | সমুখে শান্তিপারাবার(আনুষ্ঠানিক সংগীত) | সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া(প্রেম|কালমৃগয়া) | সর্দারমশায়, দেরি না সয়(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ(পূজা) | সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি(পূজা) | সহসা ডালপালা তোর উতলা যে(প্রকৃতি) | সহে না যাতনা(প্রেম ও প্রকৃতি) | সহে না, সহে না, কাঁদে পরান(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে(প্রেম) | সাত দেশেতে খুঁজে খুঁজে গো(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো(নাট্যগীতি) | সাধন কি মোর আসন নেবে(স্বদেশ) | সাধের কাননে মোর(প্রেম ও প্রকৃতি) | সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ(পূজা) | সারা নিশি ছিলেম শুয়ে (যখন সারা নিশি ছিলেম শুয়ে)(প্রকৃতি) | সারা বরষ দেখি নে, মা(বিচিত্র|প্রায়শ্চিত্ত) | সার্থক কর’ সাধন(পূজা) | সার্থক জনম আমার জন্মেছি এই দেশে(স্বদেশ) | সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর(পূজা) | সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে(পূজা) | সুখে আছি, সুখে আছি সখা, আপনমনে(প্রেম|মায়ার খেলা) | সুখে আমায় রাখবে কেন(পূজা) | সুখে থাকো আর সুখী করো সবে(আনুষ্ঠানিক) | সুখের মাঝে তোমায় দেখেছি(পূজা ও প্রার্থনা) | সুধাসাগরতীরে হে(আনুষ্ঠানিক) | সুনীল সাগরের শ্যামল কিনারে(প্রেম) | সুন্দর বটে তব অঙ্গদখানি(পূজা|অরূপরতন) | সুন্দর বহে আনন্দমন্দানিল(পূজা) | সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার(প্রেম) | সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে(বিচিত্র|শ্যামা) | সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু(আনুষ্ঠানিক সংগীত) | সুমধুর শুনি আজি, প্রভু, তোমার নাম(পূজা ও প্রার্থনা) | সুর’ ভুলে যেই ঘুরে বেড়াই(পূজা) | সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা(পূজা) | সুরের জালে কে জড়ালে আমার মন(নাট্যগীতি) | সে আমার গোপন কথা(প্রেম) | সে আসি কহিল, প্রিয়ে(নাট্যগীতি) | সে আসে ধীরে(প্রেম) | সে কি ভাবে গোপন রবে(প্রকৃতি) | সে কোন্ পাগল যায় পথে তোর(বিচিত্র) | সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে(বিচিত্র) | সে জন কে, সখী, বোঝা গেছে(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | সে দিন আমায় বলেছিলে(প্রকৃতি) | সে দিন দুজনে দুলেছিনু বনে(প্রেম|শাপমোচন) | সে দিনে আপদ আমার যাবে কেটে(পূজা) | সে যে পথিক আমার(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | সে যে পাশে এসে বসেছিল(প্রেম) | সে যে বাহির হল আমি জানি(প্রেম) | সে যে মনের মানুষ(পূজা) | সেই তো আমি চাই(পূজা) | সেই তো তোমার পথের বঁধু(প্রকৃতি) | সেই তো বসন্ত ফিরে এল (হায় রে সেই তো বসন্ত ফিরে এল)(প্রকৃতি) | সেই ভালো মা, সেই ভালো(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জান(প্রেম) | সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি(প্রেম ও প্রকৃতি) | সেই শান্তিভবন ভুবন(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার(প্রেম ও প্রকৃতি) | স্বপন-পারের ডাক শুনেছি(বিচিত্র) | স্বপন যদি ভাঙিলে রজনীপ্রভাতে(পূজা) | স্বপনলোকের বিদেশিনী(প্রেম ও প্রকৃতি) | স্বপনে দোঁহে ছিনু কী মোহে(প্রেম) | স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা(প্রেম|চিত্রাঙ্গদা) | স্বপ্নে আমার মনে হল(প্রকৃতি) | স্বরূপ তাঁর কে জানে(পূজা ও প্রার্থনা) | স্বর্গে তোমায় নিয়ে যাব উড়িয়ে(নাট্যগীতি) | স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | স্বামী, তুমি এসো আজ(পূজা) |