কখন দিলে পরায়ে(প্রেম|শাপমোচন|নবীন) |
কখন বসন্ত গেল(প্রেম) | কখন বাদল-ছোঁওয়া লেগে(প্রকৃতি) | কঠিন বেদনার তাপস দোঁহে(প্রেম|শ্যামা) | কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন(বিচিত্র|অচলায়তন) | কণ্ঠে নিলেম গান (আমার শেষ পারানির কড়ি)(পূজা) | কত অজানারে জানাইলে তুমি(পূজা) | কত কথা তারে ছিল বলিতে(প্রেম) | কত কাল রবে বল ভারত রে(নাট্যগীতি|চিরকুমার সভা| প্রজাপতির নির্বন্ধ) | | কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে(নাট্যগীতি|ভগ্নহৃদয়) | কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া(প্রেম ও প্রকৃতি) | কত যে তুমি মনোহর(প্রকৃতি) | কথা কোস্ নে লো রাই(নাট্যগীতি) | কথা তারে ছিল বলিতে (কত কথা তারে ছিল বলিতে)(প্রেম) | কদম্বেরই কানন ঘেরি(প্রকৃতি) | কবরীতে ফুল শুকালো(নাট্যগীতি) | কবে আমি বাহির হলেম(পূজা) | কবে তুমি আসবে বলে(প্রেম|সুন্দর) | কমলবনের মধুপরাজি(বিচিত্র) | কহো কহো মোরে প্রিয়ে(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা) | কাছে আছে দেখিতে না পাও(প্রেম|মায়ার খেলা(দ্বিতীয় দৃশ্য)| মায়ার খেলা(তৃতীয় দৃশ্য)) | কাছে ছিলে, দূরে গেলে(প্রেম ও প্রকৃতি|মায়ার খেলা) | কাছে তার যাই যদি(নাট্যগীতি) | কাছে থেকে দূর রচিল(প্রেম|শাপমোচন) | কাছে যবে ছিল পাশে হল না যাওয়া(প্রেম|শেষরক্ষা) | কাজ নেই, কাজ নেই মা(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | কাজ ভোলাবার কে গো তোরা(নাট্যগীতি) | কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী(বিচিত্র) | কাঁদার সময় অল্প ওরে(প্রেম) | কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে(প্রেম) | কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা) | কাননে এত ফুল (এত ফুল কে ফোটালে কাননে)(নাট্যগীতি) | কান্নাহাসির দোল দোলানো(পূজা) | কাঁপিছে দেহলতা থরথর(প্রকৃতি|সংগীতের মুক্তি) | কামনা করি একান্তে(পূজা) | কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায়(প্রেম) | কার বাঁশি নিশিভোরে (মরি লো কার বাঁশি)(প্রকৃতি) | কার মিলন চাও বিরহী(পূজা) | কার যেন এই মনের বেদন(প্রকৃতি) | কার হাতে এই মালা তোমার(পূজা|অরূপরতন) | কার হাতে যে ধরা দেব প্রাণ(নাট্যগীতি|চিরকুমার সভা| প্রজাপতির নির্বন্ধ) | কার হাতে যে ধরা দেব হায়(প্রেম ও প্রকৃতি) | কাল রাতের বেলা গান এলো মোর মনে(প্রেম) | কাল সকালে উঠব মোরা(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | কালী কালী বলো রে আজ(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কালের মন্দিরা যে (দুই হাতে– কালের মন্দিরা যে)(বিচিত্র) | কালো মেঘের ঘটা ঘনায় রে(প্রেম ও প্রকৃতি) | কাহার গলায় পরাবি গানের(প্রেম) | কাহারে হেরিলাম! আহা(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা) | কিছু বলব বলে এসেছিলেম(প্রকৃতি) | কিছুই তো হল না(নাট্যগীতি) | কিসের ডাক তোর(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | কিসের তরে অশ্রু ঝরে (বন্ধু কিসের তরে)(নাট্যগীতি) | কী অসীম সাহস তোর মেয়ে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | কী কথা বলিস তুই(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | কী করিনু হায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | কী করিব বলো, সখা(নাট্যগীতি) | কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা) | কী করিলি মোহের ছলনে(পূজা ও প্রার্থনা) | কী গাব আমি, কী শুনাব(পূজা) | কী ঘোর নিশীথ(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | কী জানি কী ভেবেছ মনে(নাট্যগীতি|চিরকুমার সভা) | কী দিব তোমায়(পূজা ও প্রার্থনা) | কী দোষ করেছি তোমার(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | কী দোষে বাঁধিলে আমায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কী ধ্বনি বাজে(প্রেম ও প্রকৃতি) | কী পাই নি তারি হিসাব মিলাতে(বিচিত্র) | কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে(প্রেম) | কী বলিনু আমি(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কী বলিলে, কী শুনিলাম(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | কী বেদনা মোর জানো সে কি তুমি(প্রেম ও প্রকৃতি) | কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা(পূজা) | কী যে ভাবিস তুই অন্যমনে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | কী রাগিণী বাজালে হৃদয়ে(প্রেম) | কী সুর বাজে আমার প্রাণে(প্রেম) | কী হল আমার! বুঝি বা সখী(প্রেম) | কুসুমে কুসুমে চরণচিহ্ন(প্রকৃতি|সুন্দর) | কূল থেকে মোর গানের তরী(পূজা) | কৃষ্ণকলি আমি তারেই বলি(বিচিত্র|ক্ষণিকা-কৃষ্ণকলি) | কে আমারে যেন এনেছে ডাকিয়া(প্রেম) | কে উঠে ডাকি(প্রেম) | কে এল আজি এ ঘোর নিশীথে(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | কে এসে যায় ফিরে ফিরে(জাতীয় সংগীত) | কে গো অন্তরতর সে(পূজা) | কে জানিত তুমি ডাকিবে আমারে (কে জানিত তুমি ডাকিবে)(পূজা) | কে জানিত তুমি ডাকিবে (কে জানিত তুমি ডাকিবে আমারে)(পূজা ও প্রার্থনা) | কে জানে কোথা সে(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই(প্রেম|মায়ার খেলা) | কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার(নাট্যগীতি) | কে দিল আবার আঘাত আমার দুয়ারে(প্রেম) | কে দেবে চাঁদ, তোমায় দোলা (ও চাঁদ, তোমায় দোলা দেবে কে)(প্রকৃতি) | কে বলে ‘যাও যাও’(প্রেম) | কে বলেছে তোমায়, বঁধু(প্রেম) | কে বসিলে আজি হৃদয়াসনে(পূজা) | কে যায় অমৃতধামযাত্রী(পূজা) | কে যেতেছিস, আয় রে হেথা(প্রেম ও প্রকৃতি) | কে) রঙ লাগালে বনে বনে (রঙ লাগালে বনে বনে)(প্রকৃতি) | কে রে ওই ডাকিছে(পূজা) | কেটেছে একেলা বিরহের বেলা(প্রেম|চিত্রাঙ্গদা) | কেন আমায় পাগল করে যাস(প্রেম) | কেন এলি রে, ভালোবাসিলি(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | কেন গো আপন মনে(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস(প্রেম ও প্রকৃতি) | কেন চেয়ে আছ, গো মা, মুখপানে(জাতীয় সংগীত) | কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না(পূজা) | কেন জাগে না, জাগে না অবশ পরান(পূজা) | কেন তোমরা আমায় ডাকো(পূজা) | কেন ধরে রাখা, ও যে যাবে চলে(প্রেম) | কেন নয়ন আপনি ভেসে যায়(প্রেম) | কেন নিবে গেল বাতি(নাট্যগীতি) | কেন পান্থ, এ চঞ্চলতা(প্রকৃতি) | কেন বাজাও কাঁকন কনকন(প্রেম) | কেন বাণী তব নাহি শুনি নাথ হে(পূজা) | কেন যামিনী না যেতে জাগালে (যামিনী না যেতে জাগালে)(প্রেম) | কেন যে মন ভোলে আমার(বিচিত্র) | কেন রাজা ডাকিস কেন(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়(পূজা) | কেন রে এতই যাবার ত্বরা(প্রেম) | কেন রে এত ক্লান্তি আসে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা) | কেন রে চাস ফিরে ফিরে(নাট্যগীতি) | কেন সারা দিন ধীরে ধীরে(প্রেম) | কেবল থাকিস সরে সরে (তুই কেবল থাকিস)(পূজা) | কেমন করে গান করো হে গুণী (তুমি কেমন করে)(পূজা) | কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে(পূজা) | কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে(পূজা) | কেমনে শুধিব বলো তোমার এ ঋণ(প্রেম ও প্রকৃতি) | কেহ কারো মন বোঝে না(প্রেম) | কো তুঁহু বোলবি মোয়(ভানুসিংহের পদাবলী) | কোথা আছ, প্রভু(পূজা ও প্রার্থনা) | কোথা ছিলি সজনী লো(নাট্যগীতি) | কোথা বাইরে দূরে যায় রে উড়ে(প্রেম|অরূপরতন| শাপমোচন) | কোথা যে উধাও হল(প্রকৃতি) | কোথা লুকাইলে(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কোথা হতে বাজে প্রেমবেদনা রে(পূজা) | কোথা হতে শুনতে যেন পাই(প্রেম) | কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা(নাট্যগীতি) | কোথায় আলো, কোথায় ওরে আলো(পূজা) | কোথায় জুড়াতে আছে ঠাঁই(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কোথায় তুমি, আমি কোথায়(পূজা) | কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে(বিচিত্র) | কোথায় সে উষাময়ী প্রতিমা(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | কোন্ অপরূপ স্বর্গের আলো(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা) | কোন্ অযাচিত আশার আলো(প্রেম) | কোন্ আলোতে প্রাণের প্রদীপ(পূজা) | কোন্ খেপা শ্রাবণ ছুটে এল(প্রকৃতি) | কোন্ খেলা যে খেলব কখন(পূজা) | কোন্ গহন অরণ্যে তারে(প্রেম) | কোন্ ছলনা এ যে নিয়েছে আকার(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা) | কোন্ দেবতা সে কী পরিহাসে(প্রেম|চিত্রাঙ্গদা) | কোন্ পুরাতন প্রাণের টানে(প্রকৃতি) | কোন্ বাঁধনের গ্রন্থি বাঁধিল(প্রেম|শ্যামা) | কোন্ ভীরুকে ভয় দেখাবি(পূজা ও প্রার্থনা) | কোন্ শুভখনে উদিবে নয়নে(পূজা) | কোন্ সুদূর হতে আমার মনোমাঝে(বিচিত্র) | কোন্ সে ঝড়ের ভুল(প্রেম) | কোলাহল তো বারণ হল(পূজা) | ক্লান্ত বাঁশির শেষ রাগিণী(প্রেম) | ক্লান্ত যখন আম্রকলির কাল(প্রকৃতি) | ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু(পূজা) | ক্ষণে ক্ষণে মনে মনে (শুনি ক্ষণে ক্ষণে)(প্রেম|চিত্রাঙ্গদা) | ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে(পূজা) | ক্ষমা করো আমায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা) | ক্ষমা করো নাথ (হে, ক্ষমা করো নাথ)(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা| পরিশোধ) | ক্ষমা করো প্রভু(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ক্ষমা করো মোরে তাত(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | ক্ষমা করো মোরে সখী(নাট্যগীতি) | ক্ষমিতে পারিলাম না যে(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা) | ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) |