ও অকূলের কূল(পূজা) |
ও আমার চাঁদের আলো(প্রকৃতি|শাপমোচন) | ও আমার দেশের মাটি(স্বদেশ) | ও আমার ধ্যানেরই ধন(প্রেম) | ও আমার মন, যখন জাগলি না রে (আমার মন, যখন জাগলি না রে)(পূজা) | ও আষাঢ়ের পূর্ণিমা আমার (ওগো আষাঢ়ের পূর্ণিমা আমার)(প্রকৃতি) | ও কথা বোলো না তারে(প্রেম ও প্রকৃতি) | ও কি এল, ও কি এল না(বিচিত্র) | ও কী কথা বল সখী(নাট্যগীতি) | ও কেন চুরি করে চায়(প্রেম) | ও কেন ভালোবাসা জানাতে আসে(নাট্যগীতি) | ও গান আর গাস্ নে(প্রেম ও প্রকৃতি) | ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার(প্রেম) | ও চাঁদ, তোমায় দোলা দেবে কে (কে দেবে চাঁদ, তোমায় দোলা)(প্রকৃতি) | ও জলের রানী (ওগো জলের রানী)(প্রেম ও প্রকৃতি) | ও জোনাকি, কী সুখে ওই ডানা দুটি মেলেছ (জোনাকি, কী সুখে)(বিচিত্র) | ও জান না কি(গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা) | ও তো আর ফিরবে না রে(নাট্যগীতি) | ও দেখবি রে ভাই, আয় রে ছুটে(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | ও দেখা দিয়ে যে চলে গেল(প্রেম) | ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে(পূজা) | ও ভাই কানাই, কারে জানাই(বিচিত্র) | ও ভাই, দেখে যা, কত ফুল তুলেছি(গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) | ও মঞ্জরী, ও মঞ্জরী(প্রকৃতি) | ও মা, ও মা, ও মা(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ও যে মানে না মানা(প্রেম|প্রায়শ্চিত্ত) | ওই অমল হাতে রজনী প্রাতে(পূজা) | ওই আঁখি রে(নাট্যগীতি) | ওই ) আলো যে যায় রে দেখা (আলো যে যায় রে দেখা)(পূজা) | ওই আসনতলের মাটির ’পরে লুটিয়ে রব (আসনতলের মাটির ’পরে)(পূজা) | ওই আসে ওই অতি ভৈরব হরষে(প্রকৃতি) | ওই কথা বলো সখী, বলো আর বার(প্রেম ও প্রকৃতি) | ওই কি এলে আকাশপারে(প্রকৃতি) | ওই কে আমারে ফিরে ডাকে(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | ওই কে গো হেসে চায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | ওই জানালার কাছে বসে আছে(নাট্যগীতি) | ওই ঝঞ্ঝার ঝঙ্কারে (ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে)(বিচিত্র) | ওই দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওই পোহাইল তিমিররাতি(পূজা) | ওই বুঝি কালবৈশাখী(প্রকৃতি) | ওই বুঝি বাঁশি বাজে (সখী, ওই বুঝি বাঁশি বাজে)(প্রেম|শাপমোচন) | ওই) ভাঙল হাসির বাঁধ(প্রকৃতি) | ওই মধুর মুখ জাগে মনে(প্রেম|মায়ার খেলা) | ওই মরণের সাগরপারে(পূজা) | ওই মহামানব আসে(আনুষ্ঠানিক সংগীত) | ওই মালতীলতা দোলে(প্রকৃতি) | ওই মেঘ করে বুঝি গগনে(গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা) | ওই-যে ঝড়ের মেঘের কোলে(প্রকৃতি) | ওই রে তরী দিল খুলে(পূজা) | ওই শুনি যেন চরণধ্বনি রে(পূজা) | ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে (ওই ঝঞ্ঝার ঝঙ্কারে)(বিচিত্র) | ওকি সখা, কেন মোরে কর তিরষ্কার(প্রেম ও প্রকৃতি) | ওকি সখা, মুছ আঁখি।(প্রেম ও প্রকৃতি) | ওকে কেন কাঁদালি(প্রেম ও প্রকৃতি) | ওকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওকে ধরিলে তো ধরা দেবে না(প্রেম|প্রায়শ্চিত্ত) | ওকে বল্, সখী, বল্ (ওকে বলো সখী)(প্রেম|মায়ার খেলা) | ওকে বাঁধিবি কে রে (পাগল আজি আগল খোলে)(প্রেম) | ওকে বোঝা গেল না(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | ওগো আমার চির-অচেনা(প্রেম) | ওগো আমার প্রাণের ঠাকুর(পূজা|অরূপরতন) | ওগো আমার শ্রাবণমেঘের(প্রেম) | ওগো আষাঢ়ের পূর্ণিমা আমার (ও আষাঢ়ের পূর্ণিমা আমার)(প্রকৃতি) | ওগো এত প্রেম-আশা(প্রেম) | ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ(প্রেম) | ওগো কিশোর, আজি তোমার(প্রেম) | ওগো কে যায় বাঁশরি বাজায়ে(প্রেম) | ওগো জলের রানী (ও জলের রানী )(প্রেম ও প্রকৃতি) | ওগো ডেকো না মোরে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওগো তুমি পঞ্চদশী(প্রকৃতি) | ওগো তোমরা যত পাড়ার মেয়ে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওগো তোমরা সবাই ভালো (যার অদৃষ্টে যেমনি জুটেছে)(বিচিত্র) | ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি(প্রেম) | ওগো, তোরা কে যাবি পারে(বিচিত্র) | ওগো দখিন হাওয়া(প্রকৃতি|ফাল্গুনী) | ওগো দয়াময়ী চোর(নাট্যগীতি) | ওগো দেখি আঁখি তুলে চাও(গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা) | ওগো দেবতা আমার, পাষাণদেবতা(পূজা ও প্রার্থনা) | ওগো নদী, আপন বেগে পাগল-পারা(বিচিত্র|ফাল্গুনী) | ওগো পড়োশিনি(প্রেম) | ওগো, পথের সাথি, নমি বারম্বার (পথের সাথি, নমি বারম্বার)(পূজা|অরূপরতন) | ওগো পুরবাসী(বিচিত্র|বিসর্জন) | ওগো বধূ সুন্দরী(প্রকৃতি) | ওগো ভাগ্যদেবী পিতামহী(বিচিত্র) | ওগো মা, ওই কথাই তো ভালো(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওগো শান্ত পাষাণমুরতি সুন্দরী(প্রেম|তাসের দেশ) | ওগো শেফালিবনের মনের কামনা(প্রকৃতি) | ওগো শোনো কে বাজায়(প্রেম) | ওগো সখী, দেখি দেখি(প্রেম|মায়ার খেলা) | ওগো সাঁওতালি ছেলে(প্রকৃতি) | ওগো সুন্দর, একদা কী জানি (একদা কী জানি)(পূজা) | ওগো স্বপ্নস্বরূপিণী(প্রেম) | ওগো হৃদয়বনের শিকারী(নাট্যগীতি) | ওঠো ওঠো রে– বিফলে প্রভাত(পূজা) | ওঠো রে মলিনমুখ (উঠ রে মলিনমুখ)(বিচিত্র) | ওদের কথায় ধাঁদা লাগে(পূজা) | ওদের বাঁধন যতই শক্ত হবে(স্বদেশ) | ওদের সাথে মেলাও যারা(পূজা) | ওর ভাব দেখে যে পায় হাসি(বিচিত্র|ফাল্গুনী) | ওর মানের এ বাঁধ টুটবে না কি(নাট্যগীতি|প্রায়শ্চিত্ত) | ওরা অকারণে চঞ্চল (ওরা অকারণে চঞ্চল ডালে)(প্রকৃতি) | ওরা অকারণে চঞ্চল ডালে (ওরা অকারণে চঞ্চল)(প্রেম ও প্রকৃতি) | ওরা কে যায়(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওরে, আগুন আমার ভাই(পূজা|প্রায়শ্চিত্ত) | ওরে আমার হৃদয় আমার(প্রেম) | ওরে আয় রে তবে (আয় রে তবে, মাত্ রে সবে)(প্রকৃতি|ফাল্গুনী) | ওরে ওরে ওরে, আমার মন মেতেছে(বিচিত্র) | ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে(প্রেম) | ওরে কে রে এমন জাগায় তোকে (ঘুম কেন নেই)(পূজা) | ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্(প্রকৃতি) | ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে(প্রেম) | ওরে জাগায়ো না(প্রেম) | ওরে ঝড় নেমে আয়(প্রকৃতি|চিত্রাঙ্গদা) | ওরে, তোরা নেই বা কথা বললি (তোরা নেই বা কথা বললি)(স্বদেশ) | ওরে, তোরা যারা শুনবি না(পূজা) | ওরে, নূতন যুগের ভোরে(স্বদেশ) | ওরে পথিক, ওরে প্রেমিক(পূজা) | ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে(বিচিত্র) | ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন(প্রেম ও প্রকৃতি) | ওরে বাছা, এখনি অধীর হলি(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওরে বাছা, দেখতে পারি নে(গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা) | ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে(প্রকৃতি|ফাল্গুনী) | ওরে ভাই, মিথ্যা ভেবো না(জাতীয় সংগীত) | ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার(পূজা) | ওরে মন, যখনজাগলি না রে (আমার মন, যখন জাগলি না রে)(পূজা) | ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি(বিচিত্র) | ওরে যায় না কি জানা (হায় রে, ওরে যায় না কি জানা)(প্রেম) | ওরে, যেতে হবে, আর দেরি নাই (যেতে হবে, আর দেরি নাই)(বিচিত্র) | ওরে শিকল, তোমার কোলে করে দিয়েছি ঝঙ্কার(বিচিত্র|প্রায়শ্চিত্ত) | ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে(বিচিত্র) | ওলো রেখে দে সখী(প্রেম|মায়ার খেলা) | ওলো শেফালি, ওলো শেফালি(প্রকৃতি) | ওলো সই, ওলো সই(প্রেম) | ওহে জীবনবল্লভ (ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ)(পূজা) | ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ (ওহে জীবনবল্লভ)(পূজা ও প্রার্থনা) | | ওহে নবীন অতিথি(আনুষ্ঠানিক) | ওহে সুন্দর, মম গৃহে(প্রেম) | ওহে সুন্দর, মরি মরি(পূজা) |